চন্দনাইশ ও দোহাজারী আইসোলেশন ওয়ার্ডের জন্য অক্সিজেন হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক : নজরুল ইসলাম চৌধুরী এমপির ব্যবস্থাপনায় চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য পৃথক পৃথক শেখ রাসেল আইসোলেশন ওয়ার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ দু’টি আইসোলেশন ওয়ার্ডের কাজ এগিয়ে চলছে। এ কার্যক্রমকে এগিয়ে নিতে গত ২৩ জুন দোহাজারী আইসোলেশন সেন্টার তথা দোহাজারী-জামিজুরী উচ্চ বিদ্যালয়ের ২য় তলায় ২০টি অক্সিজেনের বোতল হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ইভিপি, কলামিস্ট ড. এস এম আবু জাকের। হাসপাতালের পক্ষে অক্সিজেন বোতল গ্রহণ করেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্য উন্নয়ন কমিটি’র সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন মানিক প্রমুখ। এদিকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডের জন্য ৫টি পাকা, ৪টি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন,২টি পালর্স অক্সি মিটার, একটি সাকার মেশিনসহ প্রায় ১ লক্ষ টাকার সামগ্রী হস্তান্তর করেন রাউলিবাগ বাইতুল আমান এবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আবদুল খালেক সওদাগরের পক্ষে দ্যা চিটাগাং অফিসার কোপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা নাজির মো. জামাল উদ্দীন। উপস্থিত ছিলেন, মো. জালাল উদ্দীন জাবেদ, জসীম উদ্দীন। অপরদিকে সাঙ্গু গ্রূপের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড গ্লাভস, পার্লস অক্সিমিটার, নেভোলেজার মেশিন, কে এন৯৫ মাস্ক, সেইভ গ্লাভস সহ লক্ষাধিক টাকার সামগ্রী হস্তান্তর করেন প্রতিষ্টানের পক্ষে মো. মহিউদ্দীন হোসাইন, এড. মঈনুদ্দীন সোহেল, মো. মোসলেহ উদ্দীন রাসেল।