চন্দনাইশ এলডিপি সভাপতি আইনুল কবিরের উদ্যোগে অসচ্ছল মানুষকে ত্রাণ বিতরণ
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চলমান বৈশ্বিক মহামারী মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের এমন লকআউটের মূহুর্তে চন্দনাইশ পৌর এল.ডি.পি র সভাপতি ও সামান্তা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম.আইনুল কবিরের পক্ষ থেকে ৩য় বারের মতো অসচ্ছল মানুষদেরকে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ৩য় দিনের মত চন্দনাইশ পৌরসভার ১, ২, ৪, ৭, ৮নং ওর্য়াডের অসচ্ছল ও গৃহবন্দী খেটে খাওয়া মানুষের জন্য ত্রান বিতরণ করা হয়। এসময় আলহাজ্ব এম আইনুল কবিরের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আব্দুর শুক্কুর, গিয়াস উদ্দিন চৌধুরি, মহিউদ্দিন, জিয়াউল করিম জিয়া, মঞ্জুর মোহাম্মদ এবং স্থানীয় ব্যাক্তিবর্গগন। উপস্থিত সকলে জানান, “বর্তমান চলমান সংকটে সবার এরকম এগিয়ে আসা ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, এভাবেই সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”