চট্টগ্রাম-সন্ধীপে রপেন্সিলের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম
মাহামুদুল হাসান জিহাদ: করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ধারাবাহিকভাবে গতকাল রংপেন্সিল এর পক্ষ থেকে চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকার অন্তর্গত বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সকালে গুপ্তছড়া বাজার এলাকা থেকে স্প্রে করার কাজ শুরু হয়।

মগধরা ও হারামিয়া ইউনিয়নের অন্তর্গত বেশকিছু কাঁচাবাজার, মার্কেট, রেস্টুরেন্ট, মসজিদসহ জনসমাগম ঘটে এমন স্থানগুলোতে স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় হারামিয়া ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমিত রোগীর আইসোলেশন ইউনিটসহ পুরো হাসপাতালে স্প্রে করা হয়। পরবর্তীতে সন্দ্বীপ থানার সবগুলো কক্ষসহ হাজতখানায়ও স্প্রে ছিটানো হয়। স্বেচ্ছাসেবকরা দিনভর কার্যক্রম পরিচালনা শেষে সন্ধ্যায় কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করে। পর্যায়ক্রমে সন্দ্বীপ থানার বাকি এলাকাগুলোতেও এই কার্যক্রম পরিচালিত হবে। করোনাভাইরাস প্রতিরোধে রংপেন্সিল এর গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেশব্যাপী অব্যাহত থাকবে।
