চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্যদের জন্য আজিজুর রহমান আজিজের সুরক্ষা সামগ্রী প্রদান
সংবাদ চট্টগ্রাম: প্রেস ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে ফগার মেশিন, ফেইস শিল্ড, স্যানিটাইজার এবং মাস্ক সহ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রেস ক্লাবের কর্মচারীদের প্রত্যেকের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও কর্তৃপক্ষের কাছে প্রদান করেন বেসরকারি কারা পরিদর্শক ও চট্টগ্রাম প্রেস ক্লাব এর দাতা সদস্য আজিজুর রহমান আজিজ ।
সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী প্রেস ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জনাব চৌধুরী ফরিদ ও যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিল মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রনি মির্জা,ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ইসলীয়া কলেজ ছাত্রলীগ নেতা শাহীন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাইদিদ মাহমুদ ও চকবাজার থানা ছাত্রলীগ নেতা ওয়াহিদ জিয়ান প্রমূখ।