চট্টগ্রাম নগরীর চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ব্যবস্থাপনায় নবম ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সংবাদ: করোনা সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তার মধ্যে চট্টগ্রাম নগরীর দরিদ্র ও নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন যুবলীগনেতা দেবাশীষ পাল দেবু। যুবলীগনেতা দেবু নগরীতে অসহায় মানুষকে বিনামূল্যে খাদ্য ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ওষুধ বিতরণসহ নানা সহযোগিতা করে যাচ্ছেন।
এদিকে, চট্টগ্রাম নগরীর চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ব্যবস্থাপনায় নবম ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, নগর সেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সানজিদা আলম ও এইচ এন জাহিন। ক্যাম্পে ২শ ৩০ জন রোগীকে ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ বলেন, করোনার শুরু থেকে দেবাশীষ পাল দেবুর ব্যতিক্রম উদ্যোগ নগরবাসীর নজর কেড়েছেন। তিনি বিগত ৮ ওয়ার্ডে ফ্রি ক্যাম্প শেষ করে আজ চকবাজারে ৯ম ক্যাম্প করছে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় কাজ।
এসময় উপস্থিত ছিলেন- চকবাজার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল্লাহ হিরু, উপ-প্রচার সম্পাদক আবুল কালাম, চকবাজার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, মহিলা আওয়ামী লীগ নেতা শেলি বড়ুয়া, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সজল দাশ, বিল্পব বর্ধন, রায়হান নেওয়াজ সজীব, এসকান্দর আলম, আলাউদ্দিন আলো, ইকবাল হোসন, মো. মঈনউদ্দীন, হুমায়ূন মোর্শেদ, মারুফুল ইসলাম মারুফ, শামীম আজাদ, বিভু দাশ, মো. রুবেল, জিৎকর বাবু, রঞ্জন ধর প্রমুখ।