চট্টগ্রামে ৩০০ শয্যার আইসোলেশন বানাতে হল হস্তান্তর করেছে সী কম গ্রুপ
চট্টগ্রাম সিটি: চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের আইসোলেশেন ব্যবহারের জন্য আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হল কনভেনশন সেন্টারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সী কম গ্রুপ। ৪০ হাজার বর্গফুটের এই বিশাল কনভেনশন সেন্টারে কমপক্ষে ৩০০ শয্যার আইসোলেশন হিসেবে ব্যবহারের উপযোগী করবে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগিদের সুচিকিৎসা নিশ্চিত করতে এপ্রিল মাসে নিজে উদ্যোগি হয়ে চট্টগ্রাম সিটি মেয়রকে এটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সী কম গ্রুপ। আজ বৃহস্পতিবার সেটি বুঝিয়ে দেওয়া হলো।
জানতে চাইলে সিটি হল কনভেনশন সেন্টারের মালিক ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, দুই তলা বিশিষ্ট এই হলে ৩০০টি শয্যা স্থাপন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া যাবে। অবস্থানগত কারণে এই হলটি খুবই উপযোগী, কারণ বন্দরে আসা দেশি-বিদেশি নাবিকরা খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন। আর আমাদের গ্যাস সার্ভিস, স্ট্যান্ডবাই জেনারেটর ও নিরবচ্ছিন্ন গ্যাস সুবিধা এবং গাড়ি পার্কিং সুবিধা আছে বলেই আমরা দেশের স্বার্থে মানবিকতার টানে এগিয়ে এসেছি।
তিনি বলেন, মেয়র মহোদয়ের মৌখিক সম্মতিতে আমরা আজ এটি রোগিদের ব্যবহারের জন্য হস্তান্তর করেছি। সিটি কর্পোরেশন চিকিৎসা যন্ত্রপাতি আসবাব স্থাপন করে এটি ব্যবহার উপযোগী করবে। আশা করছি ১৫ জুনের মধ্যে এটি চালু করার লক্ষ নিয়ে কাজ চলছে। গ্যাস, বিদ্যুত, পানিসহ যাবতীয় লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা আক্রান্ত রোগিদের পাশে থাকবো।
জানা গেছে, দৃষ্টিনন্দন অবকাঠামোতে তৈরি এই সিটি হল কনভেনশন সেন্টার আইসোলেশনের জন্য প্রস্তুত করতে তিনদিন ধরে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টিম এবং সী কম গ্রুপের কর্মীরা। দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দর ও চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমানবন্দরের সাথে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে এই কনভেনশন সেন্টার।
ইতোমধ্যে হালিশহর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা কনভেনশন সেন্টারটি পরিদর্শন করে সম্ভব্যতা যাচাই করে গেছেন। সিভিল সার্জন ও পরিদর্শন করে ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।