চট্টগ্রামে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাঃ সম্পাদক আবু জাফর এর জন্মদিন উদযাপন
চট্টগ্রাম সংবাদ: সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর ৪৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১২ অক্টোবর বিকেলে চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে বিএমএসএফ’র চট্টগ্রামের সদস্যবৃন্দের উদ্যোগে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এর আগে পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে সংগঠনটির সদস্যবৃন্দরা।
চট্টগ্রামের সাবেক দপ্তর সম্পাদক এম এ আশরাফ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ’ চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হাসান, সাবেক অর্থ সম্পাদক আব্দুল কাদের রাজু, নাসির উদ্দিন লিটন, আব্দুল আওয়াল মুন্না, রিয়াজ উদ্দিন, ইঞ্জিঃ মশিউর রহমান, মোস্তফা জাহেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সোহাগ আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএমএসএফ’র সদস্য আয়াজ আহমেদ, নাসির উদ্দিন, ইমরান বিন ইকবাল, সগীর আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।