চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরের এনায়েত বাজারে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে দেয়াল ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত আরেক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত নির্মাণ শ্রমিকের নাম মোহাম্মদ সালাউদ্দিন (১৮)। নগরের এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে সে থাকতো। তার পিতার নাম লেদু মিয়া ও মাতার নাম ফিরোজা বেগম। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘুটনাস্থলে আসলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাচন কমিশন অফিসের সামনে কাজ করার সময় মাঠের দেয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ঘটনায় আহত দুইজনকে চমেক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর (২২) নামের অপর নির্মাণ শ্রমিকেরও মৃত্যু হয়। তার বাসাও নগরের রেলওয়ে কলোনি বলে জানা গেছে।
চমেক পুলিশ ফাঁড়ির সদস্য আলাউদ্দিন বলেন, নির্বাচন অফিসের পাশে দেয়াল ধসে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আসা আরেকজনের অবস্থা আশংকাজনক ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যজন মোটামুটি সুস্থ আছেন।