চট্টগ্রামের তিনসহ ৩১ অতিরিক্ত ডিআইজি বদলি-পদায়ন
চট্টগ্রাম সংবাদ: বাংলাদেশ পুলিশে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বদলি আদেশে এই রদবদলের কথা জানানো হয়।আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের (ক্রাইম এন্ড অপারেশন) দায়িত্বে থাকা এস এম মোস্তাক আহমেদ খানকে বদলি করে পুলিশ সদর দপ্তরের সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে সম্প্রতি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. শামসুল আলম এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার সানা শামিনুর রহমানকে সিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া আদেশে পুলিশের বিভিন্ন ইউনিটের আরও ২৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলির কথা জানানো হয়।