চকরিয়া পৌর যুবলীগের মুজিব শতবর্ষ পালন।
ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার প্রতিনিধি): হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী আওয়ামী যুবলীগ চকরিয়া পৌর শাখা ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালন করেছে। দিবসের শুরুতে পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন এবং সাঃ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আজিজুল ইসলাম সোহেলের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপরই বিশাল আকৃতির কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেন চকরিয়া পৌর যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর চকরিয়া ছাত্রলীগের সাবেক সফল সভাপতি /সম্পাদক, চকরিয়া পৌর যুবলীগের সাবেক সফল আহবায়ক, চকরিয়া পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এবং কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জাহেদুল ইসলাম লিটু। কর্মসূচীতে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুল হামিদ, উপ প্রচার সম্পাদক, সেলিম রেজা, পৌর যুবলীগ নেতা, ও সাবেক ছাত্রনেতা মারজুক রাসেল হিরা, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, শেফায়েতুল কবির বাপ্পি, যুবনেতা,মিরাজ, কলিম সিকদার, শাহারিয়ার সোহেল, মাঈনুদ্দিন সহ নেতৃবৃন্দ।