ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচতেই পারি: পরীমনি

Share the post

সমালোচনা এবং পরীমনি সমান্তরাল। গত ৬ মাস এই চিত্রনায়িকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোই এ কথার সাক্ষ্য দেয়। কিছু ক্ষেত্রে এ জন্য পরীমনিকে দায়ী করা গেলেও, তার ভক্তকুল সব দায় তার ওপর চাপাতে নারাজ। বলা যায় পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক এখন দু’ভাগে বিভক্ত।এক পক্ষ বলছেন পরীমনি যা করেছেন বেশ করেছেন; তিনি পরিস্থিতির শিকার। এদের মধ্যে অনেকে আবার পরীমনির সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ও বলছেন। পরীমনিকে ‘বিপ্লবী’ বলতেও অনেকে দ্বিধা করছেন না!

সাহসী হিসেবে পরীমনির খ্যাতি নতুন নয়। কিন্তু সেই সাহস প্রদর্শন করতে গিয়ে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে অনেকেই তার মধ্যে দক্ষিণী নায়িকা সিল্ক স্মিতার ছবি খুঁজে পাচ্ছেন। যদিও সমালোচনা পরীমনিকে কোনোকালেই স্পর্শ করেনি। এবারও তিনি এসব গায়ে মাখছেন না। জবাব দিচ্ছেন নিজস্ব ভাষায়।

লুঙ্গির মতো সাদা পোশাক পরে অনুষ্ঠানে পরীমনিকে নাচতে দেখা গেছে। পোশাকের নিচের অংশ গুটিয়ে তিনি কোমরে বেঁধেছেন। নাচতে নাচতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। অনেকের মুখে মাখিয়ে দিয়েছেন জন্মদিনের কেক- এ সবই সমালোচিত হচ্ছে।‘এসব নিয়ে কারা সমালোচনা করছেন আমি জানি না, ভাবছিও না’ পরীমনি জবাব দিয়েছেন তার নিজস্ব ঢঙে। সঙ্গে যুক্ত করে দিয়েছেন তার নাচের ব্যাখ্যা, ‘আমি পাবলিক কোনো অনুষ্ঠানে এটা করিনি। ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচ-গান করতেই পারি। আমার ইচ্ছে ছিল দিনটিতে নিজের মতো করে আনন্দ করার; আমি করেছি।’

যারা এই ভিডিও ভাইরাল করেছেন এই চিত্রনায়িকা অভিযোগের তীর তাদের দিকেই ছুঁড়ে বলেছেন, ‘আমার অনুমতি ছাড়া যারা বাহিরে ভিডিও প্রকাশ করেছেন, তারা অপরাধ করেছেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]