ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচতেই পারি: পরীমনি

Share the post

সমালোচনা এবং পরীমনি সমান্তরাল। গত ৬ মাস এই চিত্রনায়িকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোই এ কথার সাক্ষ্য দেয়। কিছু ক্ষেত্রে এ জন্য পরীমনিকে দায়ী করা গেলেও, তার ভক্তকুল সব দায় তার ওপর চাপাতে নারাজ। বলা যায় পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক এখন দু’ভাগে বিভক্ত।এক পক্ষ বলছেন পরীমনি যা করেছেন বেশ করেছেন; তিনি পরিস্থিতির শিকার। এদের মধ্যে অনেকে আবার পরীমনির সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ও বলছেন। পরীমনিকে ‘বিপ্লবী’ বলতেও অনেকে দ্বিধা করছেন না!

সাহসী হিসেবে পরীমনির খ্যাতি নতুন নয়। কিন্তু সেই সাহস প্রদর্শন করতে গিয়ে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে অনেকেই তার মধ্যে দক্ষিণী নায়িকা সিল্ক স্মিতার ছবি খুঁজে পাচ্ছেন। যদিও সমালোচনা পরীমনিকে কোনোকালেই স্পর্শ করেনি। এবারও তিনি এসব গায়ে মাখছেন না। জবাব দিচ্ছেন নিজস্ব ভাষায়।

লুঙ্গির মতো সাদা পোশাক পরে অনুষ্ঠানে পরীমনিকে নাচতে দেখা গেছে। পোশাকের নিচের অংশ গুটিয়ে তিনি কোমরে বেঁধেছেন। নাচতে নাচতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। অনেকের মুখে মাখিয়ে দিয়েছেন জন্মদিনের কেক- এ সবই সমালোচিত হচ্ছে।‘এসব নিয়ে কারা সমালোচনা করছেন আমি জানি না, ভাবছিও না’ পরীমনি জবাব দিয়েছেন তার নিজস্ব ঢঙে। সঙ্গে যুক্ত করে দিয়েছেন তার নাচের ব্যাখ্যা, ‘আমি পাবলিক কোনো অনুষ্ঠানে এটা করিনি। ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচ-গান করতেই পারি। আমার ইচ্ছে ছিল দিনটিতে নিজের মতো করে আনন্দ করার; আমি করেছি।’

যারা এই ভিডিও ভাইরাল করেছেন এই চিত্রনায়িকা অভিযোগের তীর তাদের দিকেই ছুঁড়ে বলেছেন, ‘আমার অনুমতি ছাড়া যারা বাহিরে ভিডিও প্রকাশ করেছেন, তারা অপরাধ করেছেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]