গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে সোনারগাঁয়ে জেলা প্রশাসকের অনুষ্ঠান

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ সোনারগাঁ : গ্রিন এন্ড ক্লিন বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম  রবিবার দুপুর ৩ টায় সোনারগাঁ উপজেলা পরিদর্শন করেন।
এ সময় তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়াম কক্ষে “উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টার” এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়  কর্মসূচি। এই প্রযুক্তি সেন্টারটি সোনারগাঁয়ের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।  এ অনুষ্ঠানে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, ছাত্রছাত্রীদের মাঝে সনদ পুরস্কার সহ  স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।
এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে “গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁ” কর্মসূচির আওতায় ১০,০০০তম বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন,“পরিবেশ রক্ষায় এই ধরনের পদক্ষেপ শুধু প্রশংসনীয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রয়াস।”
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল (১%) এর আওতায় বারদী ইউনিয়নের পঞ্চমীঘাট জিসি-উচিৎপুরা জিসি ভায়া শান্তির বাজার রাস্তা (চেইনেজ ৯৬৬৮-১০২০৮মি) পুনর্বাসন কাজের।এই উন্নয়ন কাজ সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক অডিটোরিয়াম “অপরাজিতা” এর শুভ উদ্বোধন করেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, “ আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্বেগ গুলো সাদরে গ্রহণ করেছি। এই উদ্বেগ গুলো সোনারগাঁয়ের জন্য অপরিহার্য। সোনারগাঁয়ের ঐতিহ্য ধরে রাখার মাননীয় জেলা মহোদয়ের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়। সোনারগাঁয়ের ঐতিহ্য গুলো ধরে রাখার কলাকৌশল ও দিকনির্দেশনায় আমাকে অনুপ্রেরণা করেছে । জেলা  মহোদয়ের গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে আমাদের সকল থানা প্রধানদের  সেই দিকনির্দেশনা গুলো মেনে চললে অবশ্যই নারায়ণগঞ্জ হবে গ্রীন এন্ড ক্লিন। এই সোনার গায়ের প্রাচীন রাজধানীর ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের চেষ্টা সফল করতে সোনারগাঁয়ের সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে তাহলে সম্ভব হবে সোনারগাঁয়ের প্রাচীন রাজধানীর সৌন্দর্য ফিরিয়ে আনতে।
সোনারগাঁয়ে আধুনিক অবকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা স্থানীয় জনগণের মধ্যে আশার আলো ছড়াবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন“, উন্নয়নের এ অগ্রযাত্রায় সোনারগাঁ একটি মডেল উপজেলায় রূপ নিচ্ছে। শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অবকাঠামো—সবখাতেই আমরা সমন্বিতভাবে এগিয়ে চলেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি সোনারগাঁ সার্কেলের মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর সার্কেলের মেহনাজ গুপ্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]