গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
ফেনীর শহিদুল্লাহ কায়সার সড়কের একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
দগ্ধদের মধ্যে আছেন- মা ও তার দুই মেয়ে। তারা চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। ফেনীতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে শহিদুল্লাহ কায়সার সড়কের শফিক ম্যানসন থেকে বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে বাইরে এসে আগুন জ্বলতে দেখেন তারা। এসময় বিস্ফোরণে বিল্ডিং এর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়।
বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, ঢাকা থেকে সিআইডি ও পিবিআই-এর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করবে।