গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল
মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) রাত ১১টায় জননেতা আব্দুল মান্নান হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক ঘুরে আবার মান্নান হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ছাত্রলীগের আস্তানা গুড়িয়ে দাও’, ‘গোপালগঞ্জে হামলার জবাব চাই’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন।
বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, “গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এই হামলার তীব্র প্রতিবাদ জানাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ক্যাম্পাসে ও সমাজে গঠনমূলক চিন্তার চর্চা নিশ্চিতে এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের ছাত্রদের সোচ্চার হতে হবে।”