গোপনে রাতের আঁধারে সন্দ্বীপে প্রবেশ দুই পরিবারকে জরিমানা।
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): রাত অনুমানিক ৭ টার সময় লগ-ডাউন অমান্য করে সন্দ্বীপ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গোপনে গাছুয়া ঘাট দিয়ে অবৈধভাবে সন্দ্বীপে প্রবেশ করে সন্দ্বীপের দুই-পরিবারের ৭ জন যাএী । বিষয়টি জানতে পেরে সন্দ্বীপের সহকারি ম্যাজিস্ট্রেট মোঃ মামুন স্যারের নেতৃত্বে দ্রুত অভিযান করে সন্ধ্যা ৭ টা গাছুয়া ঘাটে এসে এবং েকক পরিবারকে দশ হাজার টাকা করে দু-পরিবার কে বিশ হাজার টাকা জরিমানা করেন। যাএীবাহি দুটি লাল বোট জব্দ করেন সন্দ্বীপ প্রশাসন। অবশেষে দুই-পরিবারের ৭ জন সদস্যকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠান। এ অভিযান অব্যাহতি থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোঃ মামুন স্যার। ধন্যবাদ সন্দ্বীপ উপজেলার প্রশাসন কে