গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খাবারের মান তদারকিতে ইবি সিওয়াইবি

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগত পরীক্ষার্থীদের জন্য খাবারের সহজলভ্যতা ও মান নিশ্চিতকরণে হল ডাইনিং ও খাবারের দোকানগুলোতে তদারকি করেছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত নয়টা থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে।
সিওয়াইবি ইবি শাখার সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “আগামীকাল গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত পরীক্ষার্থীদের কাছ থেকে খাবারের ন্যায্য মূল্য ও মানসম্মত খাবার নিশ্চিতে আমরা হল ডাইনিং ও জিয়া মোড়ের খাবারের দোকানগুলো পর্যবেক্ষণ করেছি এবং সতর্ক করেছি যেন খাবারের মূল্য বেশি না নেওয়া হয় ও তাদের সাথে খারাপ ব্যবহার না করা হয়।”
সভাপতি ত্বকী ওয়াসিফ বলেন, “তিনটি ইউনিটের পরীক্ষাতেই আমাদের কার্যক্রম চলবে। আজকে আমরা জিয়া মোড়ের খাবারের দোকানগুলো তদারকি করেছি। যেসব অসঙ্গতি পেয়েছি সেগুলো যেন পরবর্তীতে না থাকে এজন্য আমরা দোকানদারদের সতর্ক করেছি। আগামীকাল ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত আমাদের টিম সক্রিয় থাকবে এবং যেকোনো সহায়তায় আমরা পরীক্ষার্থীদের পাশে থাকব। শিক্ষার্থীরা কেউ কোনো ধরনের অসঙ্গতি পেলে আমাদের জানাবেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় উপযুক্ত ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB) একটি সক্রিয় সংগঠন হিসেবে ভোক্তা অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত সেমিনার, কর্মশালা এবং ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে। ২০১৮ সালে তারা “Be aware for better life” স্লোগানে একটি সেমিনার আয়োজন করেছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. […]