” গিরি-সূর্য ” উপাধি ভুষিত হলেন “পার্বত্য বীর”।
উচহ্লা মারমা,বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, পার্বত্য বান্দরবানে ৩০০ নং আসনে ছয় ছয় বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি কে গতকাল ৩০ জানুয়ারি, ২০২১ খ্রী: শনিবার রোজ সন্ধ্যায় ৬.০০টায় উপজেলা পরিষদ চত্বরে ” নইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও অফিসার ক্লাব “এর আয়োজনে পার্বত্য জনপদে সুদীর্ঘকাল ধরে
জনসেবা ও সামগ্রী উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতসরুপ উপজেলাবাসী পক্ষ থেকে “গিরি-সূর্য” উপাধিতে ভুষিতকরণ ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কীর্তিমানদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭৭ কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
উক্ত অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও জেলা সেচ্ছাসেবক লীগে সভাপতি সাদেক হোসেন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ সহ জেলা-উপজেলা দলীয় নেতা ও গণমান্য ব্যক্তিবর্গ।