

মোঃ হৃদয় জবি প্রতিনিধি :গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘নো ওয়ার্ক’ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থী ও ক্রিয়াশীল সংগঠনগুলো।
আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ একে একে প্রতিবাদ ও সংহতি প্যাড প্রকাশ এবং কর্মসূচি ঘোষণা করে।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া বলেন, “গাজায় ৭৫ বছরের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রামরত ফিলিস্তিনিরা আজ ভয়াবহ গণহত্যার শিকার। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনে ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, মসজিদসহ সবকিছু। বিশ্ব মোড়লরা নিশ্চুপ, আরব বিশ্ব নির্বিকার। এই নৈরাশ্যের বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে গাজার প্রতি সংহতি জানিয়েছে এবং মানববন্ধন, মৌন মিছিল ও পণ্য বর্জনের ডাক দিয়েছে। ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ।”ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, “গাজার উপরে যে ইসরায়েলি বর্বরচিত হামলা হচ্ছে, তার তীব্র নিন্দা জানাই। হামলার প্রতিবাদে গাজাবাসী বিশ্ব স্ট্রাইকের ডাক দিয়েছে, তাদের আহ্বানের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও আগামীকাল সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছি। পাশাপাশি বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “আগামীকাল বাদ যোহর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে মিলে বিক্ষোভ মিছিল করবো। সেখানে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হবে। শিক্ষার্থীদের উপস্থিতির উপর ভিত্তি করে তাঁতিবাজার মোড় পর্যন্ত মিছিল বিস্তৃত হতে পারে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা সকলের হৃদয়ে নাড়া দিয়েছে। দলমত নির্বিশেষে আগামীকাল আমরা সকলে একই ব্যানারে একত্রিত হবো ইনশাআল্লাহ।”বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, “গাজায় আমাদের ভাইয়েরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, অথচ আমরা তাদের জন্য তেমন কিছুই করতে পারছি না — এটা আমাদের বড় ব্যর্থতা। তাই আগামীকাল দেশের সকল শিক্ষার্থীর উচিত ক্লাস ও পরীক্ষা বর্জন করে গাজার সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাইবোনদের প্রতি বিনীত আহ্বান, বাদ যোহর প্রতিবাদ সমাবেশে দলে দলে যোগ দিন। শাহাদাত মুমিন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আর আমাদের রক্তের মধ্য দিয়েই বিজয় আসবে ইনশাআল্লাহ।”