গরীবের ডাক্তার নামে খ্যাত বীর মুক্তিযোদ্ধা ডা: আবুল কালাম আজাদের দাফন সম্পন্নঃবিভিন্ন মহলের শোক প্রকাশ

Share the post

মিনহাজ উদ্দিন সিদ্দিকী, (চট্টগ্রাম): বীর মুক্তিযোদ্ধা, নারায়ণহাট নেপচুন চা বাগানের চিকিৎসক, গরীবের ডাক্তার নামে খ্যাত, মুক্তিযোদ্ধা সংসদ ৩নং নারায়ণহাট ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়। গত ১৭ মার্চ রাত ১০টা ৪০মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ আবু তৈয়ব, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ শওকত আকবর, সাবেক লায়ন্স গভর্ণর আলহাজ্ব মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণহাট ইউনিয়ন ডেপুটি কমান্ডার মাষ্টার সুভাষ চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, ৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ, দাঁতমারা এবিজেট শিকদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহমদ ছাবের, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ তৌহিদুল আলম, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের চৌধুরী, নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তফা, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মাষ্টার অলী আহমদ, নারায়ণহাট বাজার কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অ্যালামানাই এসোসিয়েশনের আহবায়ক আলহাজ্ব শওকত হোসেন শিকদার, নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা শফিউল আজম বাদশা, মোহাম্মদ নগর চা বাগানের পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মতিউর রহমান শিকদার, আর ডি এম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ রাকিবুল আলম চৌধুরী, ফটিকছড়ি আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবছার উদ্দিন হেলাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণহাট ইউনিয়নের সভাপতি মিশু শিকদার, সাধারণ সম্পাদক ফজলুল হক, আল হাসানাইন মডেল মাদরাসার চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াত সিদ্দিকী, নারায়ণহাট শিশু নিকেতনের অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুর সবুর, নারায়ণহাট পল্লী চিকিৎসা সমিতির সভাপতি ডাঃ মুহাম্মদ মহিউদ্দিন, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহবায়ক মুহাম্মদ রোকন উদ্দিন শিকদার, ফটিকছড়ি ছাত্র ফোরামের সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠন সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন, ভূজপুর স্টুডেন্ট ফোরাম সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, ফটিকছড়ি উপজেলা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের আহবায়ক নোমান বিন খুরশীদ। এক যৌক্ত বিবৃতিতে তাঁরা জানান, বীর মুক্তিযোদ্ধা ডা: আবুল কালাম আজাদ বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন। জাতি একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে। তাঁর ইন্তেকালে সর্বমহলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। বাঙালী জাতি তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। সবাই মরহুমরে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ১৮ মার্চ বুধবার দুপুর ২টায় নারায়ণহাট শিক্ষা কম্প্লেক্স মাঠে মরহুমের জানাযার নামাজের পর দাফন করা হয়। গত সপ্তাহখানেক আগে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে প্রথমে নগরীর ম্যাক্স হাসাপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হলে ৬দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মারা যান বীর এই মুক্তিযোদ্ধা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]