গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত :চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে একটি মুরগির দোকান ও প্রায় আড়াইশ মুরগি ও হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা৷ পরে স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই দোকানঘর ও সেখানে থাকা সমস্ত হাঁস-মুরগি এবং খাবার পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাসান আলী বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে দোকান লাগিয়ে বাসায় যায়। পরে স্থানীয়রা ফোনে জানায় দোকানে আগুন লেগেছে। তাড়াতাড়ি করে দোকানে এসে দেখি আগুনে পুড়ে দোকানঘর, আসবাবপত্র, হাঁস, মুরগি, খাবার সবকিছু পুড়ে গেছে। সবকিছু তছনছ হয়ে গেল আগুনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

অগ্নিকান্ডে ১২৫ পিস বয়লার, ৪০ পিস হাঁস, ছোট প্যারেন্টস মুরগি ১২টি, বড় ৩৬টি, সোনালী ১৮টি ও ১৫টি বড় লেয়ার মুরগি পুড়েছে বলে জানান দোকান মালিক হাসান আলী।  তিনি আরও জানান, অগ্নিকান্ডে ১ লাখ ৪১ হাজার টাকার মুরগি ও ৩১০০ টাকার মুরগির খাবারসহ মোট আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানান, হাসানের মুরগির দোকানের পাশেই আমার জামাকাপড়ের দোকান। অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে। স্থানীয় একজন বাসিন্দা জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটি দেয়া মাত্র ৬ মাস হলো। ধারদেনা করে দোকান দিয়েছিল। হাঁস, মুরগিসহ দোকানের সবকিছু শেষ হয়ে গেছে। দোকানদার হাসান একেবারেই নিঃস্ব হয়ে গেল।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী জানান, মুরগির দোকানদার হাসান আলী অনেক দেনাগ্রস্থ হয়ে দোকানটি স্থাপন করেছে কয়েকমাস হলো। কিন্তু গভীর রাতের অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে। ইদের আগে এমন অবস্থা হওয়ায় পথে বসার উপক্রম। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হাসানের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, এনিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আমাদের নিকট আবেদন করলে তার ব্যবসা প্রতিষ্ঠান পুর্নবাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।