

সোহেল খান দূর্জয়,নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় ৫ নং গাজীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীন ও আলী জাহান চৌধুরীর বিরুদ্ধে নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর খাস জমি দখলের লিখিত অভিযোগ করেন একই এলাকার ইসমাইলের পুত্র ইদ্রিস মিয়া।
১৩ ফেব্রুয়ারী রবিবার লিখিত স্মারক নং- ১০০০৮২৭২২০২১৩০০২ অভিযোগে সূত্রে জানা যায়, গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারের দক্ষিণ পাশে পাঁচহাট মৌজায় ১ নং খতিয়ানে বি. আর. এস. ২১৭০ দাগে প্রায় ২০ একর খাস জমি রয়েছে।
এতে কারো দখলদার নেই। খাস জমিটির অভিযুক্ত জায়গা দখল করে বেআইনী মালিকানা স্বীকার করে উক্ত জমিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি ভরাট করে আসছে।
অভিযোগকারী আরো জানান, অভিযুক্তরা এলাকার মৃত. জজ মিয়ার ছেলে আলতু, মৃত. সাধু মিয়া ছেলে মাইন উদ্দিন, নেকবরের ছেলে কাদির , নুর রহমান চৌধুরীর ছেলে খোকা ও ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি. সদস্য হারুন সহ আরো কিছু সংখ্যক লোকজন নিয়ে এই ভূমি অবৈধ কায্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান স্বাধীন বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কোন অবৈধ কাজ করি না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত করে দোষীব্যক্তিদের শাস্তির দাবি করেন। অপর অভিযুক্ত আলী জাহান চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
গাজীপুর ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) পলাশ বলেন, অবৈধ ভূমি দখলের অভিযোগ সত্য , অভিযুক্তদের নিষেধ করার পরও বাজারের সরকারি খাস জমি দখলে মাটি ভরাট করে আসছে।