কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮৬৫ থাকবে যে সব ফোনে
অনলাইন ডেস্কঃ কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮৬৫ এখন পর্যন্ত ৩ টি ডিভাইসে দেখা গেছে। ডিভাইসগুলো হলো শাওমি এমআই ১০, এমআই ১০ প্রো ও রিয়েলমি এক্স৫০ প্রো ফাইভজি।এক বিবৃতিতে কোয়ালকম জানিয়েছে, আসুস, ব্ল্যাক শার্ক ফুজিৎসু, আইকিউওও, লেনোভো, নুবিয়া, অপো, রিয়েলমি, রেডমি, স্যামসাং, শার্প, সনি, ভিভো, শাওমি ও জেটটিইর প্রথম ফাইভজি ফোনে থাকবে ৮৬৫ প্রসেসরটি।নতুন আরও ১৯টি ডিভাইসে প্রসেসরটি দেখা যাবে। ডিভাইসগুলো হলো আইকিউওও, ব্ল্যাক শার্ক ৩, নুবিয়া রেড ম্যাজিক ৩ ফাইভজি, অপো ফাইন্ড এক্স২, লেনোভো লিজন, আসুস আরওজি ফোন ৩, রেডমি কে৩০ প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২০/এস২০ প্লাস/ এস ২০ আল্ট্রা, সনি এক্সপেরিয়া ১ মার্ক টু, শার্ক অ্যাকিওস আর ফাইভজি, আসুস জেনফোন ৭, ভিভো অ্যাপেক্স ২০২০, জেটটিই অ্যাক্সোন ১০ এস প্রো, এফসিএনটি অ্যারোস ফাইভজি। মেইজু, এইচ এমডি গ্লোবাল, ওয়ানপ্লাস ও এলজির ফোন বাদে আরও ৭০টি ডিভাইসে থাকবে প্রসেসরটি। এছাড়াও, ডিজাইন স্টেজে থাকা ১৭৫০টি ডিভাইসে ৮০০ স্ন্যাপড্রাগন সিরিজের প্রসেসর থাকবে। ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ এর ঘোষণা আসে গত বছরের ডিসেম্বরে। প্রসেসরটিতে আছে কায়রো ৫৮৫ সিপিইউ, অ্যাড্রিনো ৬৫০ জিপিইউ, স্পেক্ট্রা ৪৮০ আইএসপি