কিশোরগঞ্জ উপজেলার চাড়ালকাটা নদীতে নির্মিত ব্রিজের আউট প্লাস্ক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাজু আহমেদ(নীলফামারি জেলা প্রতিনিধি): নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের শাড়ো ভাষা এলাকায় চাড়ালকাটা নদীতে নির্মিত ১৪০ মিঃ দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ। ঘন ঘন বৃষ্টির পানিতে নদীতে চাপ বেড়ে যাওয়ার কারণে,আর সি সি,গার্ডার ব্রিজের পূর্ব পাশের সংযোগ সড়কটি নদীর বাম তীরের ক্রমাগত ভাঙ্গনের কারনে আউট প্লাস্ক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সৈয়দপুর পওর উপ-বিভাগ,ডিপ্লোমা পুরকৌশলী, মোঃ রফিকুল ইসলাম বলেন, পানিউন্নয়ন বোড কতৃক পরিদর্শন সাপেক্ষে সিদ্ধান্ত গৃহিত হবে বলে এমনটা আমাদের জানিয়েছেন।