কিশোরগঞ্জে উপজেলা বি এন পির আয়োজিত প্রয়াত আমজাদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।
মোঃ মাইনুল হক, প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’ আয়োজিত সাবেক সংসদ সদস্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সাবেক সাঃ সম্পাদক, সৈয়দপুর পৌরসভার ৫ বারের নির্বাচিত মেয়র জননেতা প্রয়াত আমজাদ হোসেন সরকার ভজে’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আজ ২২ জানুয়ারী শুক্রবার দুপুর ৩ ঘটিকায় কিশোরগঞ্জের প্রানকেন্দ্রে অবস্থিত টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গফুর সরকার বলেন, প্রয়াত আমজাদ হোসেন ছিলেন গনমানুষের নেতা, তার শূন্যস্থান পুরণ করার মত নেতা নাই। তিনি আরো বলেন, আমজাদ তার জীবনে কোন নির্বাচনে ফেল করেনি। তিনি জনগনের ভালোবাসায় প্রতিক ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক এম এ পারভেজ লিটন, সহ-সভাপতি খোরশেদ আলম রিপন,জেলা ওলামা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আ ন ম রুহুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি এ কে এম তাজুল ইসলাম ডালিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম দুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন ও সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রামানিক প্রমুখ। পরিশেষে প্রয়াত আমজাদ হোসেন সরকারের রুহের মাগফেরাত কামনা করে ৯ ইউনিয়ন বিএনপি সহ আপামর জন সাধারণ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।