

স্বপন সরকার, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার সকালে ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে -বেসড ভায়োলেন্স ( জিবিভি ) প্রতিরোধে কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং স্কুল পরিচালনা কমিটির ও যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্মপরিকল্পনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণে (ফোকাস গ্রুপ ডিসকাসন) এফজিডি অনুষ্ঠিত হয়।
ব্র্যাক – শিখা “প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউ নিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি গাজীপুর,রাজশাহী ,ঢাকা,নারায়নগঞ্জ,বরিশাল ও চট্টগ্রাম এই ছয়টি জেলাতে জেন্ডার -ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের যৌন ও জেন্ডার -ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০ টি বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষকমন্ডলী এবং সাংবাদিক সহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্য বিবাহ, বুলিং- এর মত অপরাধ কমানো যায় সে বিষয়ক কর্মপরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়।
উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষথেকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃহাবিবুর রহমান, ,প্রজেক্ট অফিসার মোহাম্মদ আরিফ রাব্বানী, ভলান্টিয়ার নাজমুল ইসলাম ও মোর্শেদা আক্তার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে জেলায় চার বছরে ৫৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা সহ, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম ও কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।