কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু
রাঙামাটির নানিয়াচরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। শিশুর নাম শাম্মি আক্তার (১০)। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত শরিফ মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি বাড়ির পাশে কাপ্তাই হ্রদে পড়ে যায়। শিশুটি ডুবে যাওয়ার সময় চিৎকার করলে এলাকার লোকজন তাকে পানিতে ডুবে যেতে দেখে। এ সময় লোকজন শিশুটিকে উদ্ধার করে নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নানিয়াচর থানা পুলিশের উপপরিদর্শক এবিএম তারেক হোসেন জানান, কাপ্তাই হ্রদের পানিতে পড়ে মারা যাওয়া শাম্মি আক্তার সকাল সাড়ে নয়টার দিকে পানিতে পড়ে যায়। শিশুটির চিৎকার শুনে তাকে পানিতে ডুবে যেতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেছে। তবে তাকে বাঁচানো যায়নি।