কাজেম আলী কলেজ ছাত্রলীগের চারা রোপন
আসাদুজ্জামান বুলবুল (চট্টগ্রাম সংবাদ): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও অা.লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গনে চারা রোপন করেছে কাজেম অালী কলেজ ছাত্রলীগ। সোমবার বিকাল ৪ টায় কলেজ প্রাঙ্গনে কয়েকশ ফলজ ও বনজ চারা রোপন করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পরিবেশ সুরক্ষায় এই ধরনের পরিবেশবান্ধব কাজের জন্য সকলের কাছে উদাত্ত অাহ্বান করেন। এসময় যারা উপস্থিত ছিলঃ জামশেদুল ইসলাম-সভাপতি হেদায়েতুল ইসলাম খান: সিনিয়র সহ-সভাপতি মো:ইমন: সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফ- যুগ্ন সাধারন সম্পাদক জুনায়েদ খান: প্রচার সম্পাদক জিল্লুর রহমান ইমন: পাঠ্য বিষয়ক সম্পাদক জুয়েল দাশ: সহ-সম্পাদক তাছাড়া আরও উপস্থিত ছিলো দ্বিতীয় বর্ষের রায়হান নূর,তন্ময় জামিল,সজীব,রাফিদ,আশরাফ,কায়েস প্রথম বর্ষের উপস্থিত ছিলো তানভীর,রাফি,নিয়াজ,হাসিব,রাকিব প্রমুখ।