কলম সাহিত্য সংসদ লন্ডন কর্তৃক ত্রান বিতরণ।
ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রার্ড, দুই দুনিয়ার সংগঠন, সারাহ হাবিব ট্রাস্ট লন্ডনের অঙ্গ সংস্থা “অক্ষরে অমরতা”স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণ মূলক সংগঠন কলম সাহিত্য সংসদ লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী স্যার বিশ্বের বিভিন্ন স্থানে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমান নোভেল করোনা ভাইরাস সচেতনতা, ঘরবন্ধী গরীব, দুখী,
দিনমজুর, অসহায়দের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছেন। বিশেষ করে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া,লালমনিরহাট সহ দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকাশ্যে গোপনে কলম পরিবার ত্রান বিতরন করে আসছেন। আজকের ত্রানের অর্থ দিয়ে সহায়তা করেন জনাব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী সভাপতি ‘কলম সাহিত্য সংসদ’ লন্ডন কুয়েত শাখা উক্ত ত্রাণ বিতরণ করার বা ত্রাণ পাওয়া জন্য বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন জনাব মোঃ রাহাত উল্লাহ মামুন কো-অর্ডিনেটর কলম সাহিত্য সংসদ লন্ডন। আজ ১০/০৪/২০২০ ইং রোজঃ শুক্রবার কলম সাহিত্য সংসদ লন্ডন কর্তৃক কুড়িগ্রাম জেলার একটি গ্রামে গরিব দুঃখী ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রান বিতরণ পরিচালনা করেন কলম সাহিত্য সংসদ লন্ডন, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব, মোঃ জাহাঙ্গীর আলম।