করোনা ভাইরাসের আতঙ্কেও থেমে নেই ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, চট্টগ্রাম এর শিক্ষা কার্যক্রম
চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে পুরোদেশ যখন লকডাউন হয়ে আছে কিন্তু ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। অনলাইনের মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রী দের প্রত্যেকটি বিষয় এর ক্লাস নেয়া হচ্ছে অনলাইনে। যতদিন ইনস্টিটিউট অফ আইটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ঘোষণা অনুযায়ী বন্ধ থাকবে ঠিক ততদিনই অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রম চলমান থাকবে।


ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের অপারেশন হেড মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদার বলেন-করোনা ভাইরাসের কারনে পুরোদেশ যখন লকডাউন হয়ে আছে কিন্তু ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটি সাবজেক্ট ক্লাস নেয়া হচ্ছে ।অনলাইনে যতদিন ইনস্টিটিউট অফ আইটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ঘোষণা অনুযায়ী বন্ধ থাকবে ঠিক ততদিনই অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রম চলমান থাকবে।এছাড়া তিনি আরও বলেন-আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের শিক্ষা কার্যক্রম চলবে যতদিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হয় এছাড়া আমাদের নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে অনলাইনে ক্লাস থেকে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব অাইটি, চট্টগ্রাম এর উদ্যেগে গতকাল ৩রা এপ্রিল রোজ- শুক্রবার অনুষ্ঠিত হয়েছে অনলাইন শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক সভা ।

সম্মানিত অভিভাবকদের যোগদানের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয় । এর মাধ্যমে মোট ৫ টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা যোগ দেন। যুক্ত ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব অাইটি সকল কর্মকর্তাবৃন্দ । সম্মানিত অভিভাবকবৃন্দ উক্ত সভায় তাদের অভিমত ব্যক্ত করেন। তারা ড্যাফোডিলের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এতে অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন হেড অব অপারেশন জনাব, শাহ নেওয়াজ মজুমদার, সম্মানিত অধ্যক্ষ জনাব ফারুক ইসলাম এবং সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব শাহাদাত হোসেন।