করোনায় অসহায়দের সেবায় পৌর প্যানেল মেয়র মুজিব

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের অসহায় হতদরিদ্রদের পাশে থেকে সেবা করে যাচ্ছেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমান (মুজিব)। মহামারি এই ভাইরাসের শুরু থেকেই তিনি এলাকাবাসির পাশে থেকে অসহায়দের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছেন। এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানা যায়। তাছাড়া ত্রাণ বিতরণের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে সচেতনতায় মাইকিং করা, ঘরে ঘরে গিয়ে সচেতনতা বিষয়ে লিপলেট বিতরণ, স্পে বিতরণ, মাক্স বিতরণ, হ্যান্ডওয়াসসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। সরকারিভাবে পাওয়া ত্রাণসমুহও যথাযতভাবে অসহায়দের মাঝে পৌছে দেন বলে জানা যায়। জানতে চাইলে মবিবুর রহমান (মুজিব) বলেন, মানুষ তো মানুষের জন্য।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই এই মহামারি দূর্যোগে অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার এলাকার জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। তাদের সেবা করায় আমার প্রদান কাজ। তাই দু:খে-দু:খে জীবনের প্রতিটি মুহুর্তে তাদের সেবা করে কাটাতে চাই। আমি সবাইকে অনুরোধ করবো এই মহামারি থেকে বাঁচতে ঘরে থাকুন, দুরত্ব বজায় রাখুন, ঘণ ঘণ সাবান দিয়ে হাত ধৌত করুন। অপ্রয়োজনে ঘরের বাহির হবেননা। আমরা যদি সচেতন হই তাহলেই এই মহামারি থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি আরো বলেন, এই মহামারিতে বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ অনাহারে থাকবেনা। মহান আল্লাহ সবাইকে এই মহামারি থেকে রক্ষা করুক সেই ফরিয়াদ জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]