

নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার হাজী বিরিয়ানী হাউস, হাজী শাহী বিরিয়ানী হাউস এবং হাজী কাচ্চি ঘরসহ বিভিন্ন বিরিয়ানী হাউসের কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে রান্না করা খাবারের সাথে কাঁচা মাংস রাখা, পোড়া তেল দিয়ে রান্না করাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল্ মারুক। অভিযানকালে অস্বা*স্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অ*পরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে মোট ষাট হাজার টাকা অর্থদ*ন্ড প্রদান করা হয়। এসময় পৌরসভা ও সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জহর লাল পাল সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।