

নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন বাংলাদেশী আসামিকে মায়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম সহ গ্রেফতার করেছে র্যাব -১৫। এসময় নগদ ৩৫০০০ টাকা ও ০৪ টি মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল হতে নুর মোহাম্মদ (৫০) নামের এক জন পালিয়ে যায়। গত (২৩ মার্চ) রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব -১৫। গ্রেফতারকৃতরা হলেন,শফিকা আক্তার (৩৭), স্বামী-নুর মোহাম্মদ, পিতা-নাজির হোসেন, মাতা-পুতিলা বেগম, স্থায়ী সাং-বটতলী পূর্ব ফারির বিল, ৯ নং ওয়ার্ড,পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-ভারুয়াখালী চৌচলামুরা, পূর্বাংশ, ভারুয়াখালী ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
২) মিনুয়ারা আক্তার (৩৩), পিতা- মৃত-রুস্তম আলী, মাতা-মৃত নুর খাতুন, সাং-ঘোনারপাড়া,পালংখালী, ০৭ নং ওয়ার্ড (রুস্তমের বাড়ী), পালংখালী ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।৩) ইকবাল হাসান (১৪), পিতা-দিল মোহাম্মদ, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-বটতলী পূর্ব ফারির বিল, ৯ নং ওয়ার্ড, পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।