উৎসর্গ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ত্রান বিতরণ।
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) : মানুষ মানুষের জন্য, বিশ্বের এই মহামারি সময়ে, অনেকেই ১ বেলা খাবার খেতে পারছেনা, তাই গরিব দুঃখী, অনাহারী মানুষের জন্য উৎসর্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পদক্ষেপে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অসহায় মানুষের মধ্যে খাবার তুলে দেওয়া হচ্ছে, আজ উৎসর্গ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ৫০ টা পরিবারে ত্রান তুলে দেওয়া হয়, (এক কেজি আলু,তিন কেজি চাল,আধা লিটার তেল,আধা কেজি ডাল) আজকের এই মহৎ কাজে যারা পাশে দাড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান সংগঠন টির সভাপতি। এতে উপস্থিত ছিলেন, রেজাউল করিম শামিম -সভাপতি (উৎসর্গ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা) সুহেল আহমদ -সাধারণ সম্পাদক (বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন সিলেট মহানগর শাখা) সৌরভ তালুকদার -সাংগঠনিক সম্পাদক (উৎস্বর্গ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা) গাজিউর রহমান -উপ দপ্তর বিষয়ক সম্পাদক, অমিত বর্মন -ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (উৎস্বর্গ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা) সুজিত বর্মন -ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক(উৎসর্গ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা)