ঈশ্বরদীতে ১৫ ঘন্টার ব্যবধানে প্রকৌশলী ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ১৫ ঘন্টার ব্যবধানে একজন প্রকৌশলী ও একজন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার সময় জয়নগর পিজিসিবি’র রেষ্ট হাউস থেকে প্রকৌশলী মোঃ শামীম রেজা (২৫) এবং মঙ্গলবার দিবাগত রাত ৮টার সময় উপজেলার মুলাডুলি থেকে নুরুল ইসলাম (৫০) নামের অপর এক ব্যবসায়ী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দু’টি উদ্ধার করে পাবনা জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানা পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে ঈশ্বরদীর জয়নগর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বিশ্রামাগার ভবনের দ্বিতীয় তলার একটি ক থেকে শামীম রেজা (২৫) নামের এক উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম রেজা চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী ইউনিয়নের মণিমপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। গত দুইদিন আগে সোমবার (২১ এপ্রিল) তিনি উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পিজিসিবিতে যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা পাওয়ার গ্রিডে কর্মরত ছিলেন।
বিশ্রামাগারের কেয়ারটেকার হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শামীম রাতের খাবার শেষ করে নিজ কে যান। পরদিন বুধবার সকাল ১১টা পর্যন্ত তার কোনো সাঁড়া শব্দ না পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
অপর দিকে গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ‘মুলাডুলি ঋণদান ও সঞ্চয় সমিতি’র নিজ অফিস কে গলায় দড়ি ঝোলানো অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামের অপর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। নুরুল ইসলাম মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সরকার পাড়া এলাকার হাসেম আলীর ছেলে।
মুলাডুলি বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, নুরুল ইসলাম মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালনা করতেন। তিনি বাজারের ব্যবসায়ীদের কাছে থেকে সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ করতেন। অনেক সদস্য তার কাছে সঞ্চয়ের টাকা পাবেন। এজন্য অনেকেই তাকে চাপ দিচ্ছিল। সম্প্রতি জমি বিক্রি করে তিনি কিছু সদস্যকে টাকা পরিশোধ করলেও আরও অনেকের সঞ্চয় পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্থ ছিলেন। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে তারা ধারণা করেন।
ঘটনা দু’টির সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ জানা যাবে। পরে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।