ইসলামী বিশ্ববিদ্যালয়তে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post
নূর ই আলম ,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় মোট প্রতিযোগীদের ৩ টি গ্রুপে ভাগ করে প্রথম ধাপের সাঁতার সম্পন্ন করা হয়। পরবর্তীতে তিন গ্রুপ থেকে প্রথম তিনজনকে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়। চূড়ান্ত পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আরাফাত সাঈদ, দ্বিতীয় হন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চয়ন এবং তৃতীয় হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির হোসেন।
প্রতিযোগিতায় প্রথম হওয়া আরাফাত সাঈদ বলেন,“বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই একটা আক্ষেপ ছিলো যে সাঁতারের জন্য কোনো পরিবেশ নেই। তবে আজকে বঙ্গবন্ধু হলের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। এর আগে আমি ২০২০ বাংলাদেশ গেমসেও অংশ নিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে সুইমারদের জন্য কোনো নির্ধারিত স্থান নেই। আমি প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি যেনো এই পুকুরকে রক্ষণাবেক্ষণ করে সাঁতারের জন্য আদর্শ করে তুলে। একজন মানুষ সাঁতার কাটতে পারলে তার শারীরিক সকল ব্যায়াম হয়ে যায়। তাই এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
আয়োজক দলের সদস্য তানভীর মন্ডল বলেন, আজকের এই আয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছাড়াও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে থাকা শিক্ষার্থীরা অংশ নিয়েছে। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া থাকলে আমরা সামনে আরো বড় ইভেন্টের আয়োজন করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Share the post

Share the postপঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের। বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা […]

রাবির ইংরেজি বিভগের নারী শিক্ষার্থীকে হেনস্তা : গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আল্টিমেটাম

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের ঘটনার পুলিশ ২৪ ঘন্টা সময় চেয়েও আসামি তন্ময়কে গ্রেপ্তার করতে না  পারায় ২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়ে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল (১২মার্চ) কাজলার পুলিশ ফাড়ি সংলগ্ন বিশ্ববিদ্যালয় গেটের সামনে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের […]