ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় বড়ুয়ার উদ্যোগে ১০০ হতদরিদ্র পরিবারকে পৌছে দিয়েছেন ত্রাণসামগ্রী।
চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর দক্ষিণ আগ্রাবাদ ২৭নং ওয়ার্ডে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় বড়ুয়ার

ব্যক্তিগত অর্থায়নে ১০০ জন হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন।

এই সময় উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী মারুফুল ইসলাম সিয়াম,হালিশহর থানা ছাত্রলীগ নেতা সালাউদ্দিন খান সাব্বির,ওমর কাইয়ুম বাবু,আরিফ,আল আমিন ,নাসির ,ইমন।জয় বড়ুয়া জানান,দেশের এই পরিস্থিতিতে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকেনা তাই হয়তো তারা ছোট পরিসরে যতটুকু পারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং ক্রান্তিলগ্নে ছাত্রলীগের কর্মীরাই বুক চিতিয়ে দাঁড়ায়।উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিক্যাল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।
