ইবিতে ক্লাস-পরীক্ষা চালু সহ একাধিক সিদ্ধান্ত গৃহীত

Share the post
ইবি প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৩ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে অনলাইনে এবং আগামী সপ্তাহ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অফলাইনে একাডেমিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমানের কার্যালয়ে ডীন’স কমিটির মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়। ৮ টি ফ্যাকাল্টির ডীনবৃন্দের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বিষয়ে জানানো হয়। মিটিংয়ে সর্বমোট ৪ টি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলো: ১। আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালু; ২। আগামী সপ্তাহ হতে অফলাইনে ক্লাস এবং পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় থেকে অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানানোর সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে; ৩। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পেন্ডিং রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা; ৪। সিনিয়র শিক্ষক হিসেবে ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কা তৈরি হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। ফলে তারই পরিপ্রেক্ষিতে ডিনস কমিটির মিটিং এ দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, ৬ জুন থেকে ২৮ জুন গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি কাটিয়ে আসার পর থেকে ক্লাসে ফিরতে পারেনি শিক্ষার্থীরা। পরে ২৯ জুন থেকে ৫ আগস্ট শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে বন্ধ থাকে একাডেমিক কার্যক্রম। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করায় কবে ক্লাস-পরীক্ষা চালু হবে সে বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় ৩ মাস পর সেই শঙ্কার অবসান ঘটতে যাচ্ছে আগামী মঙ্গলবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন […]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত […]