ইংরেজি নববর্ষ 2021 বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা কমিটির শুভেচ্ছা।
মোঃ মাইনুল হক, স্টাফ রিপোর্টার: 2020 সালকে বিদায় জানিয়ে দেশ-বিদেশের সকল সাংবাদিক সংগঠন ও মেহনতী মানুষ সহ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা কমিটির সভাপতি মোঃ মাইনুল হক বলেন,”নদীর স্রোতের ন্যায় বয়ে চলছে আমাদের জীবন,একে একে খসে পড়ছে আমাদের জীবন থেকে মূল্যবান একটি বছর, গত বছরে আমরা যা কিছু হারিয়েছি, তা ফিরো পাবার নয়,তাই অতীতের তিক্ততা,গ্লানি ভূলে আসুন আমরা নতুন বছরে নতুন স্বপ্ন সাজাই।সবাইকে আমার এবং বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খান স্যারসহ বাংলাদেশ প্রেস ক্লাব জেলা, উপজেলা, শাখার পক্ষ থেকে ইংরেজি 2021 নববর্ষের শুভেচ্ছা জানাই। বিশ সাল যেন বিষে বিষাক্তময়, মহাসংকটকালে মানবতার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে শুরু হয়েছে সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার। নতুনবর্ষ উদযাপনে আসুন আমরা সবাই সচেতন হই করোনা ভাইরাস সংক্রমণের জন্য মাক্স ব্যাবহার করি সামাজিক দুরত্ব বজায় রাখী, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা ও উপজেলার সকল সদস্যগণ জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে আবারো সকলকে জানাই ইংরেজি 2021 নববর্ষের শুভেচ্ছা।