চট্টগ্রাম: আজ ১৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডে নিজ বাসায় ঢোকার সময় সাংবাদিকদের কাছে মেয়র নাছির প্রতিক্রিয়া জানিয়েছেন মনোনয়ন না পাওয়ায় হতাশ হননি, এমনকি আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে ‘জীবন বাজি রেখে’ কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার দেওয়ার জন্য গত ১৫ ফেব্রুয়ারি তিনি ঢাকায় গিয়েছিলেন। প্রথম পাঁচ বছরের কাজের ধারাবাহিকতার জন্য দ্বিতীয়বার মনোনয়নের প্রত্যাশা থাকলেও বঞ্চিত হওয়ায় হতাশা তৈরি হয়েছে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে। নাছিরের ফেরার খবর পেয়ে বাসার সামনে জড়ো হন কয়েকশ’ অনুসারী। এ সময় স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মনোনয়ন না পাওয়ায় হতাশ কি-না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র নাছির বলেন, ‘আপনারা আমার চেহারা দেখেন। আমার মধ্যে কোনো হতাশা নেই।  কর্মীদের মধ্যে কিছুটা ইমোশন হয়তো আছে। ইনশাল্লাহ সেটা কেটে যাবে। আমি আজকেই এসেছি ঢাকা থেকে। এখন আমি কর্মীদের সঙ্গে বসব। পর্যায়ক্রমে সবার সঙ্গে বসা হবে।’ ‘আমি যেহেতু দলের সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির সঙ্গে বসব, নেতাদের সঙ্গেও বসব। আশা করি, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাউল ভাইকে প্রার্থী করেছেন। অতীতেও দলের মনোনীত যেকোনো প্রার্থীকে বিজয়ী করার জন্য যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছি, এবারও প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী রেজাউল করিম সাহেবের জন্য কাজ করবআ.জ.ম নাছিরকে বীর চট্টলায় বরণ করে নিলেন শত শত নেতাকর্মীরা আজ ১৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডে নিজ বাসায় ঢোকার সময় সাংবাদিকদের কাছে মেয়র নাছির প্রতিক্রিয়া জানিয়েছেন মনোনয়ন না পাওয়ায় হতাশ হননি, এমনকি আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে ‘জীবন বাজি রেখে’ কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার দেওয়ার জন্য গত ১৫ ফেব্রুয়ারি তিনি ঢাকায় গিয়েছিলেন। প্রথম পাঁচ বছরের কাজের ধারাবাহিকতার জন্য দ্বিতীয়বার মনোনয়নের প্রত্যাশা থাকলেও বঞ্চিত হওয়ায় হতাশা তৈরি হয়েছে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে। নাছিরের ফেরার খবর পেয়ে বাসার সামনে জড়ো হন কয়েকশ’ অনুসারী। এ সময় স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মনোনয়ন না পাওয়ায় হতাশ কি-না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র নাছির বলেন, ‘আপনারা আমার চেহারা দেখেন। আমার মধ্যে কোনো হতাশা নেই।  কর্মীদের মধ্যে কিছুটা ইমোশন হয়তো আছে। ইনশাল্লাহ সেটা কেটে যাবে। আমি আজকেই এসেছি ঢাকা থেকে। এখন আমি কর্মীদের সঙ্গে বসব। পর্যায়ক্রমে সবার সঙ্গে বসা হবে।’ ‘আমি যেহেতু দলের সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির সঙ্গে বসব, নেতাদের সঙ্গেও বসব। আশা করি, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাউল ভাইকে প্রার্থী করেছেন। অতীতেও দলের মনোনীত যেকোনো প্রার্থীকে বিজয়ী করার জন্য যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছি, এবারও প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী রেজাউল করিম সাহেবের জন্য কাজ করব
Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]
Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]