আশুলিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে নারী ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
আব্দুল আহাদ : রাজধানি ঢাকার প্রধান শিল্পান্চল আশুলিয়া থানার আশুলিয়া ইউপির ৪,৫,৬ নং শংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার সালমা খাতুনের বিরুদ্ধে ফেসবুক সহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রধানমন্ত্রীর বরাদ্ধ কৃত ঘর সংক্রান্ত দুর্নিতীর খবর প্রকাশিত হয় উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া ইউপি সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা খাতুন। ভুক্তবোগি ইউপি সদস্য সালমা খাতুন বলেন ছাত্র জিবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে রাজনিতীর সাথে যুক্ত রয়েছি এবং আজ প্রায় ১৫ বছর যাবত ৪,৫, ৬ নং মহিলা শংরক্ষিত ওয়ার্ডে মেম্বার হিসেবে দায়িক্ত পালন করছি এবং সর্বচ্চ সততা ন্যায় নিষ্ঠার সহিত কাজ করছি কেউ কখনো কোনো অভিযোগ করেনি কারন আমি কিন্চিত পরিমান দুর্নিতী করিনি। তিনি বলেন অত্তান্ত দুক্ষের সাথে বলতে হচ্ছে যে আজ প্রায় ১৫ বছর পর্যন্ত সততার সাথে জনগনের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি জনগনের শুখে দুক্ষেঃ পার্শ্বে থেকে আপনজনের মতো করে আগলে রেখেছি অথচ দির্ঘদিন পর্যন্ত এলাকার একটি কুচক্রী মহল আমার সফলতায় ঈর্ষানীত হয়ে আমার বিরুদ্ধে ফেসবুক সহ হাতে গোনা কিছু ভুই ফোড় ওয়ানলাইন নিউজে পোর্টালে ভিক্তিহীন ভাবে অসত উদ্দ্যেশ্য চরিথার্ত করার জন্য সংবাদ প্রকাশ করে যাচ্ছে যার তীব্র নিন্দা ও প্রতীবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে মেম্বার সালমা বলেন আমি আশুলিয়া থানায় অপপ্রচার কারীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করেছি যাহার নং তিনি আরো বলেন এ অপপ্রচার কারিদের বিরুদ্ধে এলাকার শচেতন মহল সহ সর্বস্তরের জনগন মানববন্ধন সহ আরো কঠোর কর্মসুচির ঘোষণা দিয়েছে। মেম্বার সালমার বিরুদ্ধে অভিযোগের ভিক্তিতে কথা হয় বাসাইদের স্থানিয় বাসিন্দা মোঃ সপুরউদ্দিন ও মলি দম্পতি, আঃ কাদের মিনু , মাছুম উদ্দিন কল্পনা, মোঃ আসাদ জেসমিন দম্পতি সহ অনেকের সাথে তারা সরেজমিনে ঘুরিয়ে দেখান মেম্বার সালমার উন্ন্যায়ন মুলক কর্মকান্ড সহ বিভিন্ন এনজিও থেকে বরাদ্দ কৃত ঘড় উপকার ভোগিদের ঘর তারা এক বাক্যে বলেন যে মেম্বার সালমার মতো জনপ্রতিনিধি পাওয়া সত্যিই ভাগ্যের বেপার।
জদি রাত্র তিনটা নাগাদ ও ডাক দেয়া হয় অকপটেই ছুটে আসেন মেম্বার সালমা আপা অথচ সমাজের কিছু বিপদগামি বিএনপি জামায়াত কুচক্রি মহল বর্তমান সরকারের উন্যায়নে ঈর্ষান্বিত হয়ে মেম্বার সালমার প্রত্যেকটি কাজ কে ঘাটে ঘাটে বাধা গ্রস্থ করার চেষ্টা করছে যা সত্যিই নেক্কার জনক ও চরম নিন্দিনিয় ঘটনা ও বটে। এক পর্যায়ে এলাকার সচেতন মহল বলেন এ সকল দুষ্কৃতি কারীদের অনতিলম্বে আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি করছি অন্যথায় সততা ন্যায়ের মুর্তপ্রতিক মেম্বার সালমার বিরুদ্ধে অপপ্রচার কারীদের বিরুদ্ধে মানববন্ধন সহ কঠোর কর্মশুচি পালন করা হবে।