আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার

Share the post

মাহমুদুল ইসলাম সাগর, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার মামলার আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক  মদন চন্দ্র সাহা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম খান, আশুলিয়ার বুড়ি বাজার এলাকার মৃত আমিরুল হক খানের ছেলে।

পুলিশ এর তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক  মদন চন্দ্র সাহা জানান, হত্যা মামলায় গ্রেপ্তার আসামী মাজহারুল খানকে আগামীকাল আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইন অনুযায়ী  কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি  আশুলিয়ার বাইপাইল এর বগাবাড়ি বাজার এলাকার নিজ মালিকানাধীন খান প্লাজায় সংবাদ সম্মেলন করে  বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের যোগদান করেছেন কিনা সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও গত সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে ঢাকার সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা:নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করে  পুরো কমিশন বিলুপ্তি ঘোষণার দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  জুমার নামাজের পর প্রায় ৩ টার দিকে সাভার উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার […]

দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ সার্কেল (ঢাকা জেলা পুলিশ)নির্বাচিত শাহিনুর কবির

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর সাভার প্রতিনিধি :পরপর ২ বার ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল এর সম্মাননা পেলেন অ.পুলিশ সুপার শাহিনুর কবির (সাভার সার্কেল)।আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার  সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সাভার […]