আলোচিত নেত্রী পাপিয়া দম্পতির কারাদণ্ড

Share the post
আশিকুর রহমান,নরসিংদী: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের মামলার অভিযোগে, ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজেদের দখলে রাখেন পাপিয়া ও তার স্বামী সুমন। এর মধ্যে গুলশানের ওয়েস্টিন হোটেলে কয়েক মাস অবস্থানকালে তারা ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল পরিশোধ করেন, ৪০ লাখ টাকার কেনাকাটা করেন এবং বিভিন্ন বিনিয়োগসহ ব্যাংকে অর্থ জমা রাখেন। এসব অর্থের বৈধ উৎস দেখাতে পারেননি তারা।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পর র‌্যাব পাপিয়া দম্পতির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, গাড়ি ও অন্যান্য সম্পদ জব্দ করে। পরে দুদক ২০২০ সালের আগস্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২০২১ সালের নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।উল্লেখ্য, এর আগে অর্থপাচারের এক মামলায় চলতি বছরের ২৫ মে পাপিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে সেই মামলায় তার স্বামীসহ আরও চারজন খালাস পান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে, আখাউড়া থেকে সুলতানপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৬ […]