আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং সরকারের নির্লিপ্ত ভূমিকার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫.১৫ মিনিটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন। এছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা কেউই আজ নিরাপদ নন। বিচারবহির্ভূত হত্যা, গুম, রাজনৈতিক হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।”

তারা আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতকরণ এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান। সেই সঙ্গে যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ও ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ব্যাপারে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করে আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল জুড়ে ছিল নানা স্লোগানে মুখরিত পরিবেশ—“গণতন্ত্র চাই, স্বাধীনতা চাই”, “দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও” সহ আরও বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]