আইনমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর উপস্থিতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শুক্রবার দুপুর ১২টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আইনমন্ত্রী নিরাপদে আছেন।
পুলিশ জানায়, আইনমন্ত্রীর উপস্থিতিতে স্মাট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম.এ আজিজ গ্রুপের সমর্থকদরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশি নিরাপত্তায় আইনমন্ত্রী আনিসুল হক ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।