অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ালেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এর কার্যনির্বাহী সদস্য মোঃ সোহাগ শিকদার।
মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : ছাত্রলীগের সোহাগের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান… মহামারী করোনা ভাইরাসের কারণে সবকিছু লকডাউন হয়ে যাওয়ার চরম সমস্যা ও অসুবিধার মুখোমুখি হতে হয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের। আর এসময় তাদের পাশে দাঁড়িয়েছে। সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সর্বকনিষ্ঠ সদস্য, মোঃ সোহাগ শিকদার সম্পূর্ণ তার নিজস্ব অর্থায়নে মুছাপুর ৪ নং ওয়ার্ডে সৃষ্ট করোনা ভাইরাসে কর্মহীন অসহায় প্রায় ৬১ টি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ও ছাত্রলীগ পরিবারের জন্য গর্ব। জয় হোক মানবতার,জয় হোক ছাত্রলীগের।