অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে সারিকাইত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও সমাজসেবক মিজানুর রহমান মিজান।
মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : মহামারী করোনা ভাইরাসের কারণে সবকিছু লকডাউন হয়ে যাওয়ায় বিপদে পরে যাচ্ছে খেটে খাওয়া মানুষেরা আর তাদের এই দুঃসময়ে তাদের দিকে সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছে সারিকাইত ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার ও সমজাসেবক মিজানুর রহমান মিজান করোনা মহামারিতে সারিকাইত বিভিন্ন ওয়ার্ডে অসহায় মধ্যবিও মানুষের কাছে তিন ধাপে উপহার সামগ্রী পাঠান ।১মধাপে ৩০জন,২য় ধাপে ৫০জন, আজ আবার ৩য় ধাপে ৩০ জনের পাশে দাড়ান। তার মতো সবাই যদি এভাবে সমাজে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে। ।তাহলে সমাজে মধ্যবিও মানুষ গুলা কষ্ট করবে না। । দোয়া করি সুযোগ্য মেম্বার জন্য, সব সময় যেন সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারে।