অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন নিউইয়র্ক প্রবাসী ও দানবীর শ্রদ্বেয় বড় ভাই ফজলুল কাদের।
মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : মানুষ মানুষের জন্য…. জাতির এই চরম দু’শ সময়ে মানুষের পাশে দাড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামিলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। এবং ব্যাক্তিগত কাজ করে করে যাচ্ছেন কিছু মহান হৃদয়ের মানুষ নিউইয়র্ক প্রবাসী ও দানবীর শ্রদ্ধেয় বড় ভাই ফজলুল কাদের এর পক্ষে থেকে মধ্যবিত্ত পরিবারের জন্য উপহার সামগ্রী আজ প্রথম পর্যায়ে মাঈটভাঙ্গা ১৫০ পরিবারের মাজে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ে সারিকাইত ১৮৫, পরিবার, তৃতীয় পর্যায়ে মোছাপুর ১০০, পরিবার, চর্তুথ পর্যায়ে মগধারা উপহার সামগ্রী প্রদান শুরু করব…. অামাদের সিদ্ধান্ত ১.কে পাবে সেটা ঐ পরিবার ব্যতিত অন্য কেও জানবেনা। মানুষকে সহযোগিতা করার সময় ছবি না তোলাই উত্তম। অন্যদের উৎসাহ দেওয়ার জন্য আমরা শুধুমাত্র পণ্যের ছবিগুলো তুলতে পারি তবে অতীতে এমন ভুল আমরা নিজেরাও করেছি। তাই সকল মানুষের প্রতি আহবান জানাচ্ছি। এবং একটি উপহার প্যাকেটে যা যা থাকছে ১.চাউল-১০ কেজি ২.অালু-২ কেজি ৩.পিয়াজ-১ কেজি ৪.মসুর ডাল-১ কেজি ৫.সয়াবিন -১ লিটার ৬.চনাবুট-২ কেজি ৭.মুড়ি – ৫০০ গ্রাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা