অর্থাভাবে তিন মাসেও যোগাতে পারেনি মায়ের ঔষধ টাকা” বিশ্ববিদ্যালয় ছাত্রের আহাজারি।

Share the post

মোঃ নুর আলম আজাদ,গাইবান্ধা : অভাবের সংসার দু’মেয়ে এক ছেলে বাবা কৃষক দিন আনে দিন খায় কৃষক মহিরউদ্দিন ভূঞাঁ । অর্থাভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী” চিকিৎসার খরচ যোগাতে গিয়ে সামান্য মাথা গোজার ঠাঁই,গরু-ছাগল সহায়-সম্বলসহ বিক্রি করে আজ নিঃস্ব,কষ্টের সংসারের হাল ধরতে প্রাইভেট ও কোচিং সেন্টার বেছে নেয় বিশ্ববিদ্যালয় ছাত্র রাকিবুল। সেখানেও তার কপাল পুড়ে করোনা সব প্রাইভেট কোচিং সেন্টার বন্ধ। স্বপ্ন সংসারের হাল স্বপ্নই রয়ে যায়।
অভাবের কারণে তিন মাস ধরে চিকিৎসা বন্ধ”টানা পোড়োনের সংসার” না খেয়ে মানবেতর জীবন যাপন করছে এই পরিবার।

এমনই বেদনাদায়ক ঘটনা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সাহের খালী গ্রামের মহিউদ্দিন ভূঞাঁর স্ত্রী জান্নাতুল তহুরা( মনি) বেগম (৪৫) নামের এক নারী।

এমত অবস্থায় গত ১(জানুয়ারি ) ২০২১ ইং তারিখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঠিক একই সময়ে মা অসুস্থ কাল হয়ে দাড়ায় দুঃস্বপ্ন। হঠাৎ মায়ের দূরাগ্যব্যাধি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জানতে পারেন মায়ের দুটো কিডনিই নষ্ট।

দৌড় -ঝাপ শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র রাকিবুল হাসান। চোখের সামনে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন মা। বাঁচার আকুতি করছে একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাকিবুল হাসানের কাছে।

মাকে বাঁচানোর তাগিদে তিন মাসেও যোগাতে পারেনি মায়ের ঔষধ টাকা।বিশ্ববিদ্যালয় ছাত্র আহাজারি। চোখের সামনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে “মা” অথচ একটি কিডনি হলেই মা সুস্থ হবেন বলে জানিয়েছেন ডাক্তার।

বাঁচার আকুতি নিয়ে বসে আছেন মনি বেগম, ছেলের মুখের দিকে চেয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্র রাকিব হোসেনের চোখে- মুখে শুধুই আতংকের ছাপ। কিভাবে মাকে বাঁচাবেন। টাকা যে যোগার করতে পারছেন না।

সমাজের বিত্তবান দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি করছেন হতদরিদ্র পরিবারের বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র রাকিবুল হাসান ।

এমত অবস্থায় গত ১(জানুয়ারি ) ২০২১ ইং তারিখ হতে প্রতি সপ্তাহে এ পর্যন্ত ডায়ালাইসিস করতে ৭-৮ হাজার টাকা লাগে । বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের ডাঃ এ এম এম এহতেশামুল হক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ইতোমধ্যে, অর্থের অভাবে আটকে গেছে হতদরিদ্র পরিবারের বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র রাকিবুল হাসানের মায়ের চিকিৎসা।

মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত মেধাবী ছাত্র রাকিবুল হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিজিবি […]

এনসিপির তুহিন মাহমুদের উদ্যোগে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

Share the post

Share the post ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় […]