“অপরাজেয়র পক্ষ থেকে ইডেন কলেজে আয়োজিত হয় রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান “

Share the post

নিজস্ব প্রতিবেদক : আজ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম স্মরণে ইডেন মহিলা কলেজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘অপরাজেয়’ এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইডেন মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ ড. শামসুন নাহার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ও রবীন্দ্র গবেষক ড. নাভিন মুর্শিদ। উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠন ও শিল্পী সুস্মিতা রায়।উপস্থিত ছিলেন অপরাজেয় এর উপদেষ্টা নওশীন মুশতারিন সাথী।

উপস্থিত ছিলেন ইডেন কলেজ এর শিক্ষকবৃন্দ। অধ্যাপক নওশিন জাহান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ। অধ্যাপক ড. আফরোজা, সমাজকর্ম বিভাগ।সহকারী অধ্যাপক ফারহানা আফরোজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।সকাল ১১ টায় ইডেন মহিলা কলেজের বাস্কেটবল কোর্টে আয়োজনটি শুরু হয়।ইডেন কলেজের অধ্যক্ষ একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে তাঁর অনুপস্থিতিতে আয়োজনের উদ্বোধন করেন ইডেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মেহফিল আরা। তিনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান তুলে ধরেন।এছাড়াও তিনি বলেন, অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে, আমরা সত্যিই আনন্দ উপভোগ করছি। আমরা চাই অপরাজেয়র এই অনুষ্ঠানর মতো ইডেন কলেজে এমন আরো অনুষ্ঠান হোক এবং সাংস্কৃতিক বিষয়ে অপরাজেয় এর এই উদ্যেশ্য সফল হোক”

এই আয়োজন মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানে একক সংগীত, দলীয় রবীন্দ্র সংগীত, দলীয় নজরুল সঙ্গীত, রবীন্দ্র- নজরুলের কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অপরাজেয় এর উপদেষ্টা নওশীন মুশতারিন সাথী।তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন। পাশাপাশি নজরুল ও রবীন্দ্রনাথ নারীদের সম্পর্কে যে চমৎকার দৃষ্টিভঙ্গি পোষন করেছেন এবং নারীদের মুক্তির জন্য কথা বলেছেন এই বিষয়টিকে তুলে ধরেন।

এই আয়োজনে গান পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক ও শিল্পী সুস্মিতা রায় এবং তাঁর গানের দল।আলোচক হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ও রবীন্দ্র গবেষক ড. নাভিন মুর্শিদ। রবীন্দ্র বিষয়ে বিস্তর আলোচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, কবিতা সহ বিভিন্ন লিখনীর প্রেক্ষাপট এবং নারী – পুরুষের প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। নারী মুক্তি প্রসঙ্গে রবীন্দ্রনাথের স্বতঃস্ফূর্ত ভাবধারা তিনি অনবদ্যভাবে তুলে ধরেন।

অপরাজেয়র এই আয়োজনে সভাপতিত্বে করেন অপরাজেয় সংগঠনের সভাপতি প্রত্যয়ী প্রীতু। তিনি অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন।এই আয়োজনে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সানজিদা হক এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিকা রায়।সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অপরাজেয় এর এই সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]