সন্দ্বীপ রোহিঙ্গা আগমনে হুমকির মুখে সাধারণ জনগন।

Share the post

 মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর বেড়িবাঁধে ২৪ এপ্রিল রোজ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নামাজ শেষে যখন দোকানে সাধারণ জনগন চায়ের আড্ডায় বসছে ঠিক তখন দোকানে এসে হাজির হলো অপরিচিত এক লোক এসে মত্রা সিগারেট বের করে জনগনের কাছে লোকটি কে সন্দেহ লাগলে তারা জিজ্ঞাস করলে বাড়ি কোথায় আপনার তখন লোকটি বলে কক্সবাজার জিজ্ঞাস করলে এখানে কেন ও কার কাছে আসছেন তখন জবাবে লোকটি বলে আমি কিরন মাঝির কাছে আসছি তখন জনগন বলে এখানে কিরন মাঝি নামে কোনো লোক বসবাস করে না। এই কথা শুনে লোকটি কিছু বলে না পরে এলাকার সচেতন জনগন তাকে আটক করে এবং দীর্ঘ ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নিজেই রোহিঙ্গা ক্যাম্প থেকো কোনো একটা চক্রের সাহায্যে এখানে আসছে। বর্তমান সন্দ্বীপ থানায় পুলিশের হেফাজতে আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated